পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আহমদ আলী সন্ত্রাসীদের হামলায় খুন হয়েছেন। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নে সৎপুর গ্রামের বাসিন্দা।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির পাশে মাছের খামার পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে মর্গে পাঠিয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৬টায় জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়। জানা গেছে, নিহত আহমদ আলীর একটি মাছের খামার রয়েছে। খামারটি তার বাড়ি থেকে প্রায় অর্ধকিলোমিটার দূরে। প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার রাতে খামারটি দেখতে যান, এসময় উৎপেতে থাকা পূর্বশত্রæরা লাঠি দিয়ে তার উপর হামলা করে গুরুতর আহত করে তাকে পানিতে ফেলে দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে খামারের পুকুরের পানি থেকে আহমদ আলীর লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানার ওসি সামসুদ্দোহা পিপিএম বলেন, আহমদ আলীকে আঘাত করে মারা হয়েছে সত্য, ময়নাতদন্ত শেষে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।