পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুনির্দিষ্ট কোন হুমকি না থাকলেও ঈদ জামাত কেন্দ্র করে জঙ্গি হামলা মোকাবিলায় সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো মাহাবুবর রহমান। গতকাল সোমবার নগরীর সবচেয়ে বড় ঈদ জামাতের স্থান জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানের প্রস্তুতি পরিদর্শনশেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, তিন বছর আগে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের অদূরে জঙ্গি হামলার কথা মাথায় রেখে এবার চট্টগ্রাম নগরীতে ঈদুল ফিতরের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। তবে কোনো হুমকি অনুভব করছি না। এরপরও সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। আমাদের বিশেষায়িত বাহিনী সোয়াত, সিআরটি এবং বোম্ব ডিসপোজাল ইউনিট ঈদ জামাতের আশপাশে থাকবে, যাতে কিছু হলে আমরা মোকাবিলা করতে পারি।
ঈদ জামাত কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে সিএমপি কমিশনার আরও বলেন, জমিয়তুল ফালাহতে আমরা এবার প্রথমবারের মতো দু’টি ওয়াচ টাওয়ার নির্মাণ করেছি। ২২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও সচল ও সক্ষম হবে। জায়নামাজ এবং বৃষ্টি হলে শুধু ছাতা ছাড়া আর কোনো ব্যাগ বা বস্তু ঈদের জামাতে না আনতে মুসল্লিদের অনুরোধ করেছেন সিএমপি কমিশনার। এ সময় অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, মেহেদী হাসান, হারুনুর রশীদ হাযারী এবং এডিসি শাহ মো. আব্দুর রউফ ও আসিফ মহিউদ্দিন, এসি নোবেল চাকমা ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।