Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি দাবি করলেন ড. কামাল হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন ড. কামাল হোসেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। গণফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন দলের সভাপতি ড. কামাল হোসেন স্বাক্ষরিত বিবৃতি গণমাধ্যমে পাঠান।
বিবৃতিতে দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ড. কামাল বলেন, দেশের সব স¤প্রদায়ের মানুষ মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করে। এটাই আমাদের ঐতিহ্য, তা ভবিষ্যতেও বহমান থাকবে।
তিনি বলেন, ঈদের আগেই খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি দাবি করছি। সঙ্গে সঙ্গে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধোর আহ্বান জানাচ্ছি। যাতে সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ৩ জুন, ২০১৯, ১০:২২ এএম says : 0
    পুলিশ কেন বুঝে না? পুলিশ আপনারা ন্যায়ের পথে এসো। জুলুম বন্ধ করো। আমি জানি অনেক পুলিশ পরিবার ধংস হইয়া গিয়াছে। কেন? বন্দী করো ভোট চুন্নি আর ভোট চুর। ন্যায় বিচারের জন্য। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ