পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় নির্বাচনে বিজয় হওয়ার পরে এটাই প্রথম ঈদ। বিপুল ভোটে ফের ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তেমন সাড়া জাগাতে পারেনি নতুন মন্ত্রিসভা। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঈদ করছে না। জাপান, সউদী আরব সফর শেষে ফিনল্যান্ড ঈদুল ফিতর উদযাপন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন মন্ত্রীদের বেশিরভাগই ঈদ করছেন নিজ নিজ এলাকায়। আবার কেউ কেউ ঈদের দিন সকালে ঢাকায় দলের সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করেই নিজ এলাকায় যাবেন। অনেকে ইতোমধ্যে এলাকার নেতাকর্মীদের সঙ্গে দেখা করে এসে ঢাকায় ঈদ করবেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের একান্ত সচিব ও আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত কর্মকর্তাদের সাথে কথা বলে এই কথা জানা গেছে।
প্রেসিডেন্ট আব্দুল হামিদ ঈদ উদযাপন করবেন ঢাকায়। এরপর বঙ্গভবনে মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঢাকায় ঈদ করছেন না। তিনি ফিনল্যান্ডে ঈদ করবেন। তার সাথে রয়েছে ছোট বোন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।
ঢাকায় ঈদ করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ঈদ করবেন গাইবান্ধায়। এছাড়া জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ঢাকায় ঈদ করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছেন ঢাকায়। সংসদ ভবন মসজিদে ঈদের নামাজ আদায় করে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এবার ধানমন্ডির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা বিনিময় করা হবে।
প্রধান বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঈদ করবেন ঢাকায়। হুইপদের মধ্যে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ঢাকায় ঈদ করতে পারেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে ঈদ করবেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবার ঈদ করছেন ঢাকায়। এরই মধ্যে তিনি নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করে এসেছেন। সভাপতিমন্ডলীর আরেক সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন ঢাকা, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, খাদ্যমন্ত্রী মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান ঢাকায় ঈদ করবেন। সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ ফরিদপুর ও আবদুল মতিন খসরু ঈদ করবেন কুমিল্লায়। সভাপতিমন্ডলীর আরেক সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঈদ করছেন ঢাকায়।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুবউল আলম হানিফ কানাডায়, ডা. দীপু মণি দেশের বাইরে, জাহাঙ্গীর কবির নানক ঢাকায়, আব্দুর রহমান যুক্তরাজ্যে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর, আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুর, শিক্ষা-উপমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল চট্টগ্রামে, পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম শরীয়তপুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট, আহমদ হোসেন নেত্রকোণা ।
মন্ত্রিপরিষদ সদস্যদের মধ্যে মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হক গাজীপুরে ঈদের নামাজ পড়ে থাকায় থাকবেন; খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঢাকায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকায়, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়, আইনমন্ত্রী আনিসুল হক দেশের বাইরে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঢাকায়, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি দেশের বাইরে ঈদ করবেন, পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন দেশের বাইরে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দেশের বাইরে, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন নরসিংদী, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকা, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগা, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুর, সমাজকল্যাণমন্ত্রী নরুজ্জামান আহমেদ লালমনিরহাটে, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী শ ম রেজাউল করিম দেশের বাইরে আছেন। ঈদের আগে দেশে ফিরতে পারেন।
বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন মৌলভীবাজার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নিজ এলাকায়, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ চট্টগ্রামে, রেলমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ে, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান ঢাকা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকা, প্রবাসী কল্যাণ ও ভৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ দেশের বাইরে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গাজীপুর, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঢাকা, মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু নেত্রকোণা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাটোর, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য যশোর, পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল, তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জামালপুর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ময়মনসিংহ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু ময়মনসিংহ, ডা. এনামূর রহমান ঢাকার সাভার, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী নিজ এলাকা হবিগঞ্জে ঈদ করবেন।
এদিকে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঈদ করছেন ঢাকায়। ঈদের পর বিপ্লব বড়ুয়া চট্টগ্রামে যাবেন বলে জানিয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনও ঈদ করছেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে। এছাড়াও দলের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও বন-পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন ঢাকায় ঈদ উদযাপন করবেন।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ ঢাকায়, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল নিজ নির্বাচনী এলাকা নেত্রকোণায় ঈদের দিন থাকবেন বলে জানা গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ঈদ করছেন ঢাকায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর নিজ এলাকা কুমিল্লার দাউদকান্দি ও মেঘনায় ঈদ করবেন।
আইন বিষয়ক সম্পাদক ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এখনো দেশের বাইরে অবস্থান করছেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাওসার ঢাকায়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু শরিয়তপুর, এস এম কামাল হোসেন খুলনায়, আনোয়ার হোসেন ঈদ করছেন ঢাকায়। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।