Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের মধ্যে গতকাল ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ঢাকার কাফরুলে শিল্প প্রতি মন্ত্রী কামাল আহমেদ মজুমদারের দেওয়া সেমাই, চিনি, পোলাও চাউল, দুধ বিতরণ করা হয়। বিতরণের পূর্বে ঢাকা ১৫ আসন মুক্তিযোদ্ধা কল্যাণ সোসাইটি কার্যালয়ে সোসাইটির সভাপতি আহমেদ উল্লা রতনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সোসাইটির উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন সেক্রেটারী এ বি ছিদ্দিক মোল্লা। এছাড়া তেজগাঁও ও কাওরান বাজারে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেওয়া শাড়ি, লুংগি, পাঞ্জাবী বিতরণ করা হয়। সফিকুল বাহার মজুমদার টিপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রি বিতরণ করেন। এ ছাড়া প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান মিরপুরের উপ-পুলিশ কমিশনার মাসুদউদ্দিন আহমেদের পক্ষ থেকে জায়নামাজ, শাড়ী, লুংগি ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মুক্তিযোদ্বাদের মাঝে বিতরণ করা হয়। একই ভাবে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মধ্যে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে। সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, এই ঈদ সামগ্রী যাকাতের টাকায় নয়। যাকাতের শাড়ি লুংগি দিয়ে ছবি তুলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমান না করার আহবান জানান। বঙ্গবন্ধু কন্যা ঈদে বোনাস দিয়েছেন। মুক্তিযোদ্বাদের কল্যাণে যা কিছু করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেএী শেখ হাসিনা করেছেন। মুক্তিযোদ্বারাও তাদের সন্তান নাতি নাতনিদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার সাথে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ