Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করছেন খালেদা জিয়া

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:৪৮ পিএম, ৩০ মে, ২০১৬

স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বেলা সাড়ে ১১ টায় মানিক মিয়া এভিনিউ থেকে তিনি এ খাবার বিতরণ শুরু করেন। এরপর সোয়া ১২ টার দিকে তিনি মোহাম্মদপুর টাউন হলে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পর ধানমন্ডিতে যান। বেলা পৌনে ১টায় তিনি ধানমন্ডিতে খাবার বিতরণ করেন। দুপুর ১ টায় তিনি কলাবাগান বাসস্ট্যান্ডে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এরপর আজিমপুর, লালবাগা, ঢাকার মৌলভীবাজার ও হাইকোর্ট এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণের কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ