পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া সদর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন দাখিল করেন দলের বগুড়া জেলা শাখার যুগ্ম আহŸায়ক টি জামান নিকেতা, জাতীয় পার্টির পক্ষে দলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নুরুল ইসলাম ওমর, বিএনপির পক্ষে যথাক্রমে জেলা আহŸায়ক ও সাবেক এমপি জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার সম্পাদক রেজাউল করিম বাদশা, জেলা মুসলিম লীগের পক্ষে মাও. রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের পক্ষে মো. মনসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু। আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজ ও মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত সিডিউল অনুযায়ী গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৭ মে মনোনয়নপত্র বাছাই এবং ৪ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
ধারণা করা হচ্ছে এই আসনের উপনির্বাচনে বিএনপির পক্ষ থেকে ৩ জন মনোনয়নপত্র দাখিল করা হলেও চ‚ড়ান্ত প্রার্থী হিসেবে জিএম সিরাজই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। বিএনপি হাইকমান্ডের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে মহাজোটের প্রার্থী হবেন নুরুল ইসলাম ওমর। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।