Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার মুখোমুখি কামাল ও মন্টু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু এবার মুখোমুখি। আগামী ২৬ মে ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে তারা মুখোমুখি হচ্ছেন।
গণফোরামের পক্ষে ড. কামাল হোসেন ২৬ মে রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। একই দিনে গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুও ইফতার মাহফিলের আয়োজন করছেন। এতে দ্বিধায় পড়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অনেক নেতা। তবে ঐক্যফ্রন্টের অনেক নেতা ড. কামাল হোসেনের ইফতার মাহফিলে না গিয়ে মোস্তফা মোহসীন মন্টুর ইফতার মাহফিলে যোগ দিতে পারেন এমন আভাসও মিলছে।
একাদশ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে গণফোরামের তৎকালীন সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বড় ভূমিকা রেখেছিলেন। নির্বাচনে ঐক্যফ্রন্টের ভরাডুবি ও গণফোরাম থেকে নির্বাচিত দু’জন এমপি সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানের শপথগ্রহণ নিয়ে কামাল হোসেন ও মন্টুর সম্পর্কে চির ধরতে থাকে। যার বহি:প্রকাশ ঘটে গত ৫ মে গণফোরামের কেন্দ্রীয় কমিটিতে মন্টুকে বাদ দিয়ে রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করার মধ্য দিয়ে।
ইফতার মাহফিলের আয়োজন বিষয়ে মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমি একান্ত ব্যক্তিগত ও অরাজনৈতিকভাবে কিছু লোকজনকে নিয়ে এই ইফতারের আয়োজন করব। তবে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও ঐক্যফ্রন্টের মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রবসহ কয়েকজনকে দাওয়াত দেয়া হবে। এছাড়া গত নির্বাচনে যারা আমার সঙ্গে কাজ করেছেন তাদেরও দাওয়াত দিয়েছি।
গণফোরাম ও আপনি একইদিনে ইফতার মাহফিল কেন করছেন? এমন প্রশ্নের জবাবে মন্টু বলেন, তারিখটি আমি আগেই ঠিক করেছিলাম। তারা (গণফোরাম) পরে করেছে। নতুন কোনো দলের ঘোষণা ইফতার মাহফিল থেকে দেবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, আপাতত না। দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, সেটাই এখন চিন্তার বিষয়। গণফোরামের যারা কমিটিতে আছেন তারা আপনার দলে যোগ দেবেন কি-না জানতে চাইলে মন্টু বলেন, আমি ডাকলে অনেকেই আসবেন। এমনকি প্রেসিডিয়ামের ১০/১২ জন নেতা চলে আসবেন। তবে আপাতত সেরকম কিছু ভাবছি না। শুনলাম বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতারা ডা. কামাল হোসেনের ইফতার মাহফিলে না গিয়ে আপনার ওখানে যেতে পারেন এ বিষয়টা কতখানি সত্য? জবাবে মন্টু বলেন, দেখা যাক কি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ