Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের ইফতার মাহফিল

সিলেট দক্ষিণ সুরমা উপজেলা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৫ এএম

সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আগুন যেমন স্বর্ণকে পুড়িয়ে নিখাঁদ করে, ঠিক তেমিনভাবে সিয়াম সাধনাও মানুষের কামনা বাসনাকে জ্বালিয়ে পুড়িয়ে তাকে খাঁটি মুমিন বান্দায় পরিণত করে। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মানুষ হচ্ছেন মুমিনগণ। তাকওয়া অর্জনের এ মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। এ মাসের ইবাদতে ছওয়াব অন্য মাসের ইবাদতের চেয়ে অনেক গুণ বেশি। তাই বেশি বেশি করে দান-খয়রাতসহ ইবাদত করার আহবান জানান।
গত রোববার বাদ আসর দক্ষিণ সুরমার বদিকোনাস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং ৩য় বারের মতো সিলেট-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাহমুদ উস সামাদ চৌধুরীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ মইনুল ইসলাম ও শহিদুর রহমান শাহীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী চুনু মিয়া, সদস্য ফজলুল করিম হেলাল, শাহ ছমির উদ্দিন, ইঞ্জিনিয়ার হাজী জামাল উদ্দিন, আলী আহমদ খান, উপজেলা প্রকৌশলী আফসর আহমদ, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহমদ আলী, সিলাম ইউপির চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, দাউদপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, হাজী আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, সোহেল আহমদ কর্নেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিথুন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী প্রমুখসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ