Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে কার্ডধারী

কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৫ এএম

প্রতি মণ এক হাজার চল্লিশ টাকা দরে বরিশালে কৃষকদের কাছ থেকে সরকারের ধান কেনা কর্মসূচি শুরু করেছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বরিশাল জেলার সদর ও গৌরনদী উপজেলায় এই ধান কেনা কর্মসূচি শুরু করেছে খাদ্য অধিদপ্তর।
তবে যাদের কৃষক কার্ড রয়েছে, কেবল তাদের কাছ থেকেই বর্তমান বাজার দরের চেয়ে দ্বিগুনেরও বেশী মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সদর উপজেলায় ১৪১ মেট্রিক টনসহ জেলা থেকে মোট ১ হাজার ৫৮৭ টন ধান কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হবে।
বরিশাল সদর উপজেলার কৃষক মো. জলিল হাওলাদার জানান, সরকারের ধান ক্রয় কর্মসূচি অনুযায়ী নির্ধারিত ৩ টন ধান বিক্রি করেছেন। এতে করে ধানের উৎপাদন খরচ বাদ দিয়ে তার ভালো লাভ হয়েছে। সরকারের এমন কর্মসূচিকে সাধুবাদ জানান এই কৃষক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ