পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে ‘আর্মি সোসাইটি’ নাম দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জমি বা প্লট/ফ্ল্যাট কেনাবেঁচার বিষয়ে সতর্ক করা হয়েছে। এমনকি ‘আর্মি’ ব্যবহার করে জমি কেনাবেঁচা করে সেনাবাহিনীর সুনাম ক্ষুন্ন না করতে বলা হয়েছে। গতকাল আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীটির পক্ষে এ সতর্কতা জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার উত্তরার মৌশাইর, চালাবন, শাহকবির মাজার রোড, দক্ষিণ খান এলাকায় অবস্থিত ‘আর্মি সোসাইটি’তে ফ্ল্যাট বিক্রয় শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। মূলত ‘আর্মি সোসাইটি’ নামক এলাকাটি সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর আবাসিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত/স্বীকৃত নয়। এছাড়াও, বর্ণিত সংস্থার নামটি কোন সরকারি নথিতে (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস) লিপিবদ্ধ নাই।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকাটি পূর্ব থেকেই সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হওয়ায় স্থানীয়দের কাছে ‘আর্মি টেক’ নামে পরিচিতি লাভ করে। অনুামনিক ২০/২৫ বৎসর পূর্বে কতিপয় ব্যক্তি নিজেদের উদ্যেগে যৌথভাবে ‘আর্মি সোসাইটি হাউজ ও নার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন’ নামে একটি সমিতি গঠন করায় এলাকাটি এই নামেই পরিচিতি লাভ করে।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, নিজস্ব উদ্যোগে জমি কিনে ‘আর্মি’ নাম ব্যবহার করে এলাকার নামকরণ ‘আর্মি সোসাইটি’ করা যুক্তিযুক্ত নয়। এমনকি ব্যক্তিগতভাবে ও ডেভলপার কোম্পানিগুলো ‘আর্মি’ ব্যবহার করে জমি কেনাবেঁচা করে সেনাবাহিনীর সুনাম ও মর্যাদা ক্ষুন্ন করছে যা অচিরেই বন্ধ করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।