Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অনিয়ম-দুর্নীতিতে মিল্কাভিটা গতি পাচ্ছে না’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতির চক্র, মাথাভারি প্রশাসন ও গতিশীল নেতৃত্বের অভাবেই মিল্কাভিটা তার মূল গতি পাচ্ছে না। তিনি বলেন, সমবায় যারা করেন তারাই মূল শক্তি, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। বঙ্গবন্ধু চেয়েছিলেন সম্পদের সুষম বণ্টনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে পৌছে দেয়া। যাতে শোষক শ্রেনী তৈরী না হয়। এজন্য তিনি সর্বক্ষেত্রে সিলিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ১৯৭৫ সালে সামরিক জান্তা সবকিছু তছনছ করে দেয়। পরবর্তীতে যড়যন্ত্রের ফলে এই সমবায় ভিত্তিক দুগ্ধ খামার আক্রান্ত রয়েছে। তা না হলে যে পরিকল্পনা, যে নীতি, যে চিন্তা-ভাবনা বঙ্গবন্ধুর মধ্যে ছিল, তা বাস্তবায়িত হলে মিল্ক ভিটার অবস্থা অন্য রকম হতো। দীর্ঘ অপশাসনের পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসার পর বিগত দশ বছরে অনেক পরিবর্তন হয়েছে। গতকাল বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)’এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপন ভট্টাচার্য্য এসব কথা বলেন। স্বপন ভট্টাচার্য্য বলেন, দীর্ঘ দিন ধরে মিল্কভিটা সম্পর্কে নেতিবাচক ধারনা পেয়েছি। এই নেতিবাচক ধারনা থেকে এই প্রতিষ্ঠানকে ইতিবাচক জায়গায় নিয়ে আসা সম্ভব এবং সেটি নিয়ে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ