পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর মতিঝিলে জীবন বীমা কর্পোরেশন ভবনের গেটের সামনে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহিন (৪০) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, শাহিনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, শাহীন সিলভারের ছাই বিক্রি করে। সকালে জীবন বীমা কর্পোরেশন এর গেটের সামনে সিলিন্ডার থেকে বেলুন ফোলাতে একজনকে সাহায্য করেছিল সে। এসময় সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরণ ঘটলে তিনি দগ্ধ হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করায়।
শাহিনের স্ত্রী নার্গিস আক্তার বলেন, তাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার। বাবার নাম রহম আলী। রাজধানীর পোস্তগোলার রাজাবাড়ি এলাকায় তারা ভাড়া থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।