Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তারের চিন্তা নেই সরকারের -সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৪:২৩ পিএম, ২৭ মে, ২০১৬

গাজীপুর জেলা সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা বিভিন্ন বক্তব্যে বলছেন, খালেদা জিয়াকে গ্রেপ্তারের ব্যাপারে সরকার চক্রান্ত করছে বা গ্রেফতার করতে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের ব্যাপারে সরকার কোন চিন্তা-ভাবনা করেছে বলে আমার জানা নেই। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সরকার গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্তও নেয়নি। রাজনৈতিক বিষয়ে না করে আইনগত ভাবে গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আইনগত বিষয়ে আইনমন্ত্রী ভাল বলতে পারবেন। আজ শুক্রবার সকালে গাজীপুরের বিআরটিসির কেন্দ্রীয় মেরামতখানার বাস ডিপো পরিদর্শন ও লেগুনা পরিবহনের কয়েকটি অবৈধ কারখানা দেখে তা বন্ধের নির্দেশ দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এর আগে মন্ত্রী বিআরটিসির ডিপো ম্যানেজারকে দায়িত্বে অবহেলার কারণে শোকজ করা নির্দেশ দিয়েছেন। এ সময় মন্ত্রীর সঙ্গে গাজীপুর সড়ক বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ