Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অস্ত্রসহ ৪ ভারতীয় আটক

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্তের কাঁটাতার পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে চার ভারতীয় নাগরিকসহ ছয়জন আটক হয়েছে। গতকাল শনিবার দুপুরে কসবা উপজেলার কুটি বাজার এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো, ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালগড় জেলার নেতাজিনগর গ্রামের মৃত শ্যামল চন্দ্র দেবনাথের ছেলে স্বর্ণজিত দেবনাথ (২৩), উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর গ্রামের রতি রঞ্জন চৌধুরীর ছেলে নির্মলেন্দু চৌধুরী (৩২), পশ্চিম ত্রিপুরা জেলার বাদারঘাট এলাকার সুনীল সরকারের ছেলে শংকর সরকার (৩১), একই জেলার রাজনগর এলাকার অবনী দাসের ছেলে বিমল দাস, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন শাওন (২২) ও কসবা উপজেলার মান্দারপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনিক (১৯)।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম বলেন, ওই চার ভারতীয় যুবক দুইদিন আগে কসবা উপজেলার মাদলা সীমান্তের কাঁটাতার দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে। ওই চার যুবকসহ ছয়জন কসবায় অবৈধ অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে কুটি বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানে কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে চারজন ভারতীয় নাগরিক ও দুইজন বাংলাদেশের নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, চার রাউন্ড গুলি, দুইটি দেশীয় পাইপগান, দুইটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোনসেটসহ মোটরসাইকেল চুরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল করিম। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ