পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে ৬০ কোচ। এজন্য রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপে মেরামত কাজ চলছে। ঈদের তিন দিন আগে এসব কোচ সরবরাহ করা হবে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।
রেলওয়ের পূর্বাঞ্চলে ৮০০ কোচে যাত্রী পরিবহনের কথা থাকলেও বর্তমানে ভালো অবস্থায় আছে ৭৩০টি কোচ। বাকিগুলোর মধ্যে ৬০টি কোচ মেরামতের কাজ চলছে। পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানায় ১১টি শপের শ্রমিকরা এজন্য কাজ করছেন। তাতে ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজের পাশাপাশি রং লাগানোর কাজও চলছে।
ক্যারেজ শপ, ওয়াগন শপ, পেইন্ট শপ, হুইল শপ, ওয়েল্ডিং শপ, স্মিথি শপ, ফাউন্ড্রি শপ, সিএইচআর শপ, জিওএইচ শপ, এসিটিএল শপ ও জিইআর শপের শ্রমিকরা প্রথম রমজান থেকে মেরামতের কাজ করছেন বলে জানান রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলী। এসব কোচ আগামী মাসের এক তারিখেই পরিবহন বিভাগকে হস্তান্তর করা হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ বলেন, এবার ঈদে পাহাড়তলী থেকে ৬০টি অতিরিক্ত কোচ সরবরাহ করা হবে। চাহিদা বেশি থাকলেও কারখানার জনবল ও অবকাঠামোর অভাবে বেশি দেওয়া যাচ্ছে না। এর পরও আশা করছি, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি দূর হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।