Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দামি জমি পেলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

গোল্ডেন বুট জয়ী ফুটবলকন্যা আঁখি বাড়ি তৈরির জন্য জমি পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ সংলগ্ন পৌরসভার মণিরামপুরে। গত ৪ মে প্রায় কোটি টাকা মূল্যের ৫ শতাংশ জায়গার ওপর আঁখির নামে সাইনবোর্ড লাগিয়েছে শাহজাদপুর উপজেলা প্রশাসন। আঁখিকে শহরের বেশ দামি একখন্ড জমি সরকার উপহার দিচ্ছে তার সাফল্যের স্বীকৃতি হিসেবে।
এ ঘটনা এলাকার জনমানুষের মাঝে আনন্দ ও গৌরবের বিষয় হয়ে দেখা দিয়েছে। সামান্য পান দোকানি থেকে নিয়ে সমাজের শীর্ষ স্তরের মানুষজন খুশি এতে। সাবেক সংসদ সদস্য বিশিষ্ট সমাজসেবক কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস, উপজেলা বাসদ নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, শাহজাদপুর প্রেসক্লাবের সেক্রেটারি ওমর ফারুক, স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল মালেক খান আনন্দিত প্রতিক্রিয়া প্রকাশ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান বলেন, মেধাবী অথচ অসহায় একটি পরিবারকে জমি দেওয়া হয়েছে। এতে আমরা উপজেলাবাসী খুশি হয়েছি। দেশের সব মেধাবী যোগ্য প্রতিভাকে এভাবে সম্মানিত করা উচিত।
যার হাত ধরে একটু একটু করে এই পর্যায়ে পৌঁছেছে অজপাড়াগাঁয়ের হতদরিদ্র তাঁত শ্রমিক আকতার হোসেনের কন্যা আঁখি খাতুন, শাহজাদপুরে তার সেই প্রশিক্ষক মনসুর রহমানও সন্তোষ প্রকাশ করেছেন শিষ্যের এমন আনন্দ সংবাদে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন খান বলেন, ফুটবলার আঁখির পরিবারের নিজস্ব কোনো বাড়িঘর নেই বললেই চলে। যেখানে বর্তমানে বসবাস করে, তা কষ্টদায়ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ