Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ গুম খুন ধর্ষণ ও ভোট ডাকাতির রোল মডেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার সব কিছুতেই উন্নয়নের রোল মডেলের কথা বলতে বলতে বাংলাদেশ এখন হত্যা-গুম-খুন-ধর্ষণ ও ভোট ডাকাতির রোল মডেলে পরিণত হয়েছে। নুসরাত, তানিয়াসহ সারা দেশে নারী-শিশু হত্যা-ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডি আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেএসডি সহ-সভাপতি মিসেস তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, এস এম সামসুল আলম নিক্সন, নুরুল আবছার, শফিকুল ইসলাম, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।
আ স ম রব বলেন, সরকার নির্বাচনকে তামাশায় পরিণত করতে গিয়ে শিক্ষক সমাজের নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছে। ফলে শিক্ষকদের কাছে আজ ছাত্রীরা নিরপদ নয়। নুসরাতকে শিক্ষক ও সহপাঠীরা মিলে আগুন দিয়ে হত্যা করেছে, তানিয়াকে ধর্ষণ করে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। প্রতিদিন ৩-৪ বছরের শিশু থেকে শুরু করে নার্স, গৃহবধূ, ছাত্রী-শিক্ষকসহ সর্বস্তরের নারী-শিশু ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। বিদেশ থেকে নারী শ্রমিকরা লাশ হয়ে দেশে ফিরছে। একটি রাষ্ট্রে যখন আইনের শাসন ও গণতন্ত্রকে হত্যা করা হয়, বেআইনি-অবৈধ শাসন চলে তখন সে সমাজ নিষ্ঠুর-নৃশংস হয়ে পড়ে। রাষ্ট্র ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে যায়। বাংলাদেশও আজ সেই পর্যায়ে পৌঁছে গেছে। তাই ব্যাপক গণজাগরণ সৃষ্টি করে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার, ফ্যাসিবাদী এই সরকারকে বিদায় করতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ