Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বউ পেটানো সেই দেলোয়ারকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মচারি দেলোয়ার হোসেনকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। স্ত্রীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্র সরকার দেলোয়ার হোসেনকে কাল রবিবারের (১২ মে) মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে।
বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ এ প্রসঙ্গে বলেন, দেলোয়ার দুই বছর আগে দূতাবাসে যোগ দিয়েছিলেন। এখন তাকে আগামী ১২ মে’র মধ্যে ঢাকায় ফিরে যেতে হবে। তিনি আরও বলেন, দেলোয়ার হোসেন ঢাকায় পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলেন এবং তাকে স্ত্রীসহ ফেরত যেতে বলেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে দেলোয়ারের বিরুদ্ধে তার স্ত্রী যুক্তরাষ্ট্রের পুলিশের কাছে অভিযোগ করেন। তদন্তে সেই অভিযোগের সত্যতা পেয়েছে তারা । বাংলাদেশ দূতাবাসও একটি তদন্ত কমিটি গঠন করে এবং অভিযোগের সত্যতা খুঁজে পায়।
পরে নিজেদেরকে রক্ষা করার জন্য স্বামী-স্ত্রী দুজনেই বিরোধ মিটিয়ে ফেলেছে বলে মুচলেকা দিলেও যুক্তরাষ্ট্র সরকার তাদেরকে সেদেশে থাকতে দিতে রাজি হয়নি। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ