Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবুতরকে জরিমানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ১২:০৪ এএম

পশ্চিম জার্মানির বোশোল্টের এক আবাসিক এলাকায় প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে। এমন সময়ে একটি কবুতর রাস্তার খুব কাছ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটে যাচ্ছিল। এই অঞ্চলে নির্ধারিত গতিসীমা ৩০ কিমি/ঘণ্টা। কবুতরটি সেই নিয়ম ভঙ্গ করায় ২৫ ইউরো জরিমানার শিকার হয়েছে।
এক পথচারী অস্বাভাবিক গতিতে উড়ে যাওয়া কবুতরটিকে মোবাইলের স্পিড ক্যামেরায় ধারণ করে। শহর কর্তৃপক্ষ গত সপ্তাহে ডাচ সীমান্তের নিকটবর্তী ওই কবুতরের উড়ে যাওয়ার ছবি প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
স্বাভাবিক পরিস্থিতিতে, এমন গতির জন্য শাস্তি ২৫ ইউরো জরিমানা করা হয়। ফেব্রæয়ারিতে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটেছিল, তবে বোশোল্ট টাউন হলের ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, ছবিটিকে যাচাই করার জন্য কিছু সময় লেগেছে। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ