Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্ন : রোজাদারগণ যে দ্বারপথে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে জানতে চাই?

ইমরান হুসাইন
বংশাল, ঢাকা।

প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:১৮ এএম

উত্তর : হাবীবে কিবরিয়া হযরত মোহাম্মাদুর রাসূলুল্লাহ সা. বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, তাকে রাইয়্যান বলা হয়। এই দ্বারপথে কিয়ামতেরদিন কেবলমাত্র রোযাদার লোকেরাই জান্নাতে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করবে না। সে দিন এই বলে আহ্বান করা হবে, রোযাদাররা কেথায়? তারা যেন এই দ্বারপথে জান্নাতে প্রবেশ করে। এভাবে সকল রোজাদার প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেয়া হবে। তারপর এই পথে আর কেউই প্রবেশ করবে না। মনে রাখা দরকার যে, রাইয়্যান শব্দের অর্থ হলো, সদা প্রবহমান, প্রস্রবন। যে এই প্রসৃবণের পানি পান করবে, সে কোনোদিনই পিপাসার্ত হবে না। 


প্রমাণপঞ্জি : সহীহ বুখারী ও সহীহ মুসলিম : কিতাবুস সাওম।
উত্তর দিয়েছেন : মুমতাজুল ফুকাহা এ কে এম ফজলুর রহমান মুনশী

ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ