পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেশি দামে গরুর গোশত বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কেরানীগঞ্জে ১১ গোশত ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকার বুধবার ঢাকার অদূরে কেরানীগঞ্জের জিনজিরার ও কালীগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মÐল এবং ঢাকা বিভাগের কার্যালয় সহকারী পরিচালক ইন্দ্রানী রায়।
সহকারী পরিচালক আব্দুল জব্বার মÐল বলেন, এখানে বেশিরভাগ দোকানে ৫৫০ থেকে ৬০০ টাকায় গরুর গোশত বিক্রি করতে দেখা গেছে।
এদিকে, সিটি কর্পোরেশনের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাজার মনিটরিং টিমের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজারের হাজী আফজাল গোশত বিতানের মালিক আফজালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসির নির্ধারিত দেশি গরুর গোশতের দাম ৫২৫ টাকা হলেও ওই দোকানে গোশত বিক্রি করা হচ্ছিল ৫৫০ টাকা দামে। এ অপরাধে তাকে জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।