Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

এলজিইডির প্রধান হলেন প্রকৌশলী খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছেন মো. খলিলুর রহমান। প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ অবসরে যাওয়া জ্যেষ্ঠতম অতিরিক্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান তার পদে স্থলাভিষিক্ত হলেন।
গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন- ১ অধিবিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
আবুল কালাম আজাদকে সরকারি চাকুরি থেকে অবসর দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তার অবসর কার্যকর হবে।
মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জারিকৃত এ আদেশ আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ