Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদের জন্য এই ভোগান্তি জানতে চায় সংসদীয় কমিটি

ভূমি রেজিস্ট্রেশনের নামে জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

সাব রেজিস্ট্্ির অফিসগুলোতে জমি রেজিস্ট্রেশন করতে এসে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা-বিক্রেতা উভয়কেই। সরকারি ফির বাইরে বিভিন্ন অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও দীর্ঘদিনের। এছাড়া বিভিন্ন কাগজপত্রাদির নাম করেও মানুষকে হয়রানি করা হয়। অহেতুক এসব জনভোগান্তি সৃষ্টির অভিযোগ এসেছে সংসদীয় কমিটিতেও।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। কারা এই জনভোগান্তি সৃষ্টি করছে তাদের সনাক্ত করে মন্ত্রণালয়কে এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিটিতে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকেউপস্থিত ছিলেন, কমিটির সদস্য বেগম সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, শেখ ফজলে নুর তাপস, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং আবদুস সাত্তার ভূঞা। এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় থেকে জানায়, বৈঠকে দেশের জনগণের দূর্ভোগ লাঘবে ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাইজেশন, ভূমি রেজিস্ট্রেশনের ফি নির্ধারনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটি রেজিস্ট্রেশন ফি কিভাবে নির্ধারণ করা হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তি বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করে। একইসঙ্গে জনদূর্ভোগ লাঘবে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, জনদূর্ভোগের জন্য কারা জড়িত এবং কিভাবে তাদের হাত থেকে জনগণকে সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে কমিটির পরবর্তি বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
কমিটি আগামী বৈঠকে এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং ভূমি সচিবের উপস্থিতিতে ল্যান্ড সার্ভে আপিল চ্রাইব্যুনাল গঠন নিয়ে আলোচনা করা এবং অনতিবিলম্বে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করার সুপারিশ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ