পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইয়াঙ্গুনে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। দুর্ঘটনা কবলিত বিমানটি দুমনে মুছড়ে গেছে। বিমানের মাঝ বরাবর ফটল ধরেছে। গতকাল সন্ধ্যা ৬টা ২২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধর থেকে ইয়াঙ্গুনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি ০৬০ বিমানটির পাইলটসহ ৩৩ যাত্রী আহত হলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী জানিয়েছেন। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে তিনি বলেন, পাইলটসহ প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিমানটি বিধ্বস্ত হলেও এতে আগুন ধরেনি। ফলে যাত্রীরা নিরপদে নেমে আসতে পেরেছেন। বিমানবন্দর সূত্র থেকে পাওয়া ছবিতে দেখা যায় রানওয়ের পাশে ঘাসে আছড়ে পড়া বিমানটির সামনের অংশ ভেঙ্গে গেছে। দুর্ঘটনা কবলিত বিমানটি ড্যাশ-৮ মডেলের। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।