Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে সউদী অর্থনীতি

অ্যারাবিয়ান বিজনেস | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

একেবারে চাঙ্গা না হলেও সউদী আরবের তেলবহির্ভূত খাত কিছুটা শক্তিশালী হওয়ার আভাস দিচ্ছে। গত প্রান্তিকে বেসরকারি খাতে ব্যাংকঋণ প্রদান ২০১৬ সালের পর দ্রুতগতিতে বেড়েছে। অল্প পরিমাণে হলেও ভোক্তা ব্যয় বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের তেল খাতে বিপর্যয়ের পর সরকারি ব্যয় বৃদ্ধিতে সউদী অর্থনীতি যে ক্রমে ঘুরে দাঁড়াচ্ছে, তা আয়ের হিসাবে ফুটে উঠেছে।
সউদী আরব বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ হলেও কর্মসৃজনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে তেলবহির্ভূত খাতগুলো। সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এর আওতায় দেশটির অর্থনীতি সম্পূর্ণ ঢেলে সাজানো হচ্ছে। তবে দেশটির বেকারত্ব এক দশকের মধ্যে সর্বোচ্চ হওয়ায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, সউদী অর্থনীতির রূপান্তর প্রক্রিয়া সহজ হচ্ছে না।
দুবাইয়ের বৃহত্তম ব্যাংক এমিরেটস এনবিডির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা গবেষণা (মিনা) প্রধান খাতিজা হক বলেন, উপাত্তে দেশটির অর্থনীতির কিছুটা ইতিবাচক ছবি ফুটে উঠেছে। তিনি আশা করেন, তেলবহির্ভূত খাতে চলতি বছর জিডিপি বাড়তে পারে ২ দশমিক ৭০ শতাংশ, যা হবে চার বছরের মধ্যে সর্বোচ্চ। অবশ্য তা ২০০০ থেকে ২০১৫ সালের গড় ৬ দশমিক ২০ শতাংশ থেকে অনেক কম।
তেলবহির্ভূত বেসরকারি খাতের এমিরেটস এনবিডির পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই ২০১৭ সালের শেষ তিন মাসের পর সবচেয়ে শক্তিশালী ছিল। তবে উপাত্তে ভিন্ন চিত্রও উঠে এসেছে। মৌসুমভিত্তিক সমন্বয়ের ভিত্তিতে তৈরিকৃত মার্চের উপাত্তে দেখা গেছে কর্মসংস্থান হ্রাস পেয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠানগুলোয় নতুন ক্রয়াদেশ ও উৎপাদন বৃদ্ধি পেলেও কর্মসংস্থান তদ্রুপ বাড়েনি।
তেল খাতে মন্দা দেখা দিলে বেসরকারি খাতে ঋণের পরিমাণ বার্ষিক ভিত্তিতে টানা ১৩ মাস সংকুচিত হয়েছে। ২০১৮ সালের এপ্রিল থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হওয়া শুরু করে এবং তখন থেকে ক্রমে উন্নত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ