Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতি কৌশলের বলি ফখরুল

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:০৪ এএম

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ক্রমাগতভাবে ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রে জনগণের প্রতিপক্ষ হয়ে গেছে। আর দলটির অতি কৌশলের বলি হচ্ছেন তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘বিএনপি’র সংসদে না যাওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা স্বীকার করেছেন’- এ বিষয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবকিছু দেরিতে বোঝে। মির্জা ফখরুল ইসলাম শেষ পর্যন্ত স্বীকার করেছেন, সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত, সেটি ভুল ছিল। বিএনপি গত কয়েক বছরে বহু ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই ভুল সিদ্ধান্তগুলোর মাশুল এখন বিএনপিকে দিতে হচ্ছে।
বিএনপির পাঁচজন শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম করেন নাই- এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি বিএনপির অতি কৌশলের বলি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাঁচজন শপথ নিয়েছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন না কেন- সে রহস্য তিনিই ভালো বলতে পারবেন। তবে বিএনপি বহুবিধ কৌশল করতে চেয়েছে এবং সেই কৌশলের বলি হচ্ছেন মির্জা ফখরুল।
ড. রেজা কিবরিয়াকে গণফোরামের নতুন সাধারণ সম্পাদক করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বাস্তবতা হলো, গণফোরাম কখনোই গণমুখী দল হয়ে উঠতে পারেনি। গণমুখী মানুষ ব্যতিরেকে দলকে গণমুখী করা যায় না মন্তব্য করে তিনি বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষ বা গ্রামের মানুষের সঙ্গে ওঠা-বসা, তাদের সাথে কথা বলা, তাদেরকে আপন করে নেয়া- এই শক্তি সামর্থ্য যদি কোনও রাজনীতিবিদের না থাকে, সেই রাজনীতিবিদ জনগণ থেকে সবসময় বিচ্ছিন্ন থাকবে। সুতরাং গণফোরাম অতীতে যেমন গণমুখী দল হয়ে উঠতে পারে নাই, এই পরিবর্তনেও গণফোরামের কোনও পরিবর্তন আসবে না। বরং তা গণফোরামকে জনগণ থেকে আরো বিচ্ছিন্ন করে কি না সেটিই দেখার বিষয়।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ