পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সারাদেশে গত বছরের তুলনায় শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১ হাজার নয়টি। শূণ্য শতাংশ পাশ করা প্রতিষ্ঠান ১০৭টি। কেউ পাশ করতে পারেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এসব প্রতিষ্ঠানের বিষয়গুলা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। গতকাল দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন তিনি।
২০১৯ সালে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৫৮৩টি। আগের বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৫৭৪টি। শতভাগ পাশ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকায় ১৪৬, রাজশাহীতে ৪৩১, কুমিল্লায় ১৩২, যশোরে ২৭৫, চট্টগ্রামে ৩০, বরিশালে ৫০, সিলেটে ২২, দিনাজপুরে ১৩৮, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ২৬৩ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৯৬ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে ফল প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার ৩ হাজার ৪৮২টি কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ৬৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।
আর এবছর কেউ পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি। গত বছর এ সংখ্যা ছিলো ১০৯টি। শূন্য শতাংশ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজশাহীতে ১, যশোরে ১, বরিশালে ২, দিনাজপুরে ১ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৪৩টি প্রতিষ্ঠান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।