Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দারুননাজাত মাদরাসায় সাফল্যের ধারা অব্যাহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:০৪ এএম

দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথে পরিচালিত ছয় সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ঢাকার ডেমরার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা দাখিল পরীক্ষায় গত বছরের ন্যায় এ বছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
দাখিল পরীক্ষায় সর্বমোট ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে এচঅ-৫ পেয়েছে ২৩৮ জন। অ পেয়েছে ২৩৩ জন। বিগত পরীক্ষাগুলোতেও এ মাদরাসা ফলাফলে শীর্ষে ছিল। মাদরাসার অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা আ.খ.ম.আবুবকর সিদ্দীক বলেন,দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।



 

Show all comments
  • Ashraful Alam ৭ মে, ২০১৯, ৪:৩৯ এএম says : 0
    আল্লাহ আরো ভালো করার তাওফিক দান করুন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ