পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সিনিয়র সদস্য দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান এটিএম রফিকের নামাজে জানাজা আজ সোমবার বাদ আসর খুলনা আলিয়া কামিল মাদরাসা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। তারপর নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত ২০ এপ্রিল ভারতের ব্যাঙ্গালুরের নারায়না হেলথ সিটি হাসপাতালে ওপেনহার্ট সার্জারিশেষে অবস্থার অবনতি হয়। এরপর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখার ১২ দিন পর গত ৩ মে শুক্রবার দুপুর ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে ভারত থেকে এটিএম রফিকের কফিন খুলনাতে পৌঁছানোর পর বটিয়াঘাটা গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা হবার কথা রয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
সাংবাদিক এটিএম রফিক ১৯৭৭ সালে সুন্দরবন কলেজে লেখাপড়ার পাশাপাশি দৈনিক প্রবাহের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৮০ সালে তিনি দৈনিক আজাদ এ যোগদান করেন। এরপর তিনি দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান হিসাবে কাজ শুরু করেন। সে থেকেই তিনি দৈনিক ইনকিলাবের পাশাপাশি সান্ধ্য দৈনিক কালান্তর, দৈনিক অনির্বাণ ও ঢাকার একটি অনলাইন পোর্টালে কাজ করেছেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সাংবাদিক এটিএম রফিককে ভারতের ব্যাঙ্গালুরের নারায়না হেলথ সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ এপ্রিল মিনি স্ট্রোক করেন। সে সময়ও একটি ছোট অপারেশন করা হয়েছিল। সর্বশেষ গত ২০ এপ্রিল সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬ ঘণ্টা ধরে ডা. দেবী শেঠী ও ডা. রমেশ শেষাদ্ধীর নেতৃত্ব একটি টিম তার ওপেনহার্ট সার্জারী করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।