পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
![img_img-1735103566](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678437663_IMG-20230310-WA0005.jpg)
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি ও তার দলের নেতাকর্মীদের মধ্যে পাকিস্তানের প্রেতাত্মা ভর করে আছে, সে কারণে দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
গতকাল রোববার সিলেট নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। প্রতিনিধি সম্মেলনের পরে নেতাদের সাথে রুদ্ধদার বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
বেলা সাড়ে ১২টার দিকে শুরু হওয়া প্রতিনিধি সভায় আমন্ত্রিত নেতৃবৃন্দ ছাড়া সকলকে হল ত্যাগের নির্দেশ দেন হানিফ। শুধুমাত্র বিভাগের ৪ জেলার জেলা-মহানগর-পৌর ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এ বৈঠকে অংশ নেন। বেলা সাড়ে ১২টা থেকে বৈঠক চলে বিকাল ৪টা পর্যন্ত। এ সময় সিলেটের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। ৪ জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, মাহমুদ উস-সামাদ চৌধুরী এমপি বিভাগের সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরে সাংগঠনিক ভিত্তি শক্তি করার আহবান জানান তিনি। এছাড়া নেতৃবৃন্দ সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধীতাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়ার জোর দাবি তোলেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ তাদের বক্তব্য শুনে দলীয় চেইন অব কমান্ডের নির্দেশ ভঙ্গকারীদের ব্যাপারে দলীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন।
এছাড়া বিভাগের বিভিন্ন উপজেলা কমিটি মেয়াদোর্ত্তীণ সহ সাংগঠনিক কাঠামো নড়ে বড়ে হয়ে গ্রুপিং, বলয় কেন্দ্রিক দলাদলিতে পড়ে বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়েছে। একই সাথে পদপদবী কুক্ষিগত করে নতুন নেতৃত্বের পথ রুদ্ধ করে দেয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বক্তারা।
সুত্র জানায়- দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছে সিলেট জেলা ও মহানগর শাখার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন শফিকুর রহমান চৌধুরী ও আসাদ উদ্দিন আহমদ। এছাড়া বাকি ইউনিটগুলোরও নেতৃবৃন্দও তাদের অবস্থান জানান মাহবুবুল আলম হানিফকে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় সবশেষে সমাপণী বক্তব্য রাখেন মাহবুবুল আলম হানিফ। সমাপণী বক্তব্যে মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষিত থাকলে সেগুলো কেন্দ্রে জানানোর নির্দেশ দেন এবং প্রতিটি জায়গায় স্থায়ী পার্টি অফিস নির্মাণের নির্দেশনা দেন। এসময় তিনি আগামীতে দলের তৃণমুল পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা ও মহানগরের সম্মেলন আয়োজনের ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
সম্মেলনে সিলেট জেলা-মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সহ দলের বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।