Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শব্দ দূষণে স্বাস্থ্যহানি

আইয়ুব আলী | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৯ এএম

দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামের সড়ক ও রাস্তায় যানবাহনের হর্ণ, মাইকিং, মধ্যরাতে বিয়ের অনুষ্ঠানের পটকাবাজিতে ব্যাপক শব্দ দূষণ হচ্ছে। অতিমাত্রায় শব্দ দূষণের ফলে স্বাস্থ্যহানি ঘটছে। প্রতিনিয়ত শব্দ দূষণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। শব্দ দূষণ নীরব ঘাতকের কাজ করলেও তা সাধারণের পাশাপাশি অনেক সচেতন মহলেরও অজানা রয়েছে। আইন অমান্য করে সড়কে গাড়ি চালকরা ইচ্ছেমত হর্ণ ও সাইরেন বাজিয়ে শব্দ দূষণ করছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, শব্দ দূষণের ফলে শিশুসহ সব বয়সের মানুষের ধীরে ধীরে শ্রবণশক্তি লোপ পেতে থাকে। বিশেষ করে স্কুল-কলেজের সামনের সড়কসমূহে গাড়ির হর্ণের কারণে শব্দ দূষণ হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা শ্রবণসীমা পেরিয়ে অস্থিরতায় ভুগছে। পাঠে অমনোযোগী হচ্ছে।
সম্প্রতি সাদার্ন ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষক নগরীর চকবাজারে বেশকিছু গাড়ির উপর জরিপ চালিয়ে দেখতে পান, যেখানে সড়কে শব্দ দূষণের পরিমাণ ৬০ ডেসিবেল থাকার কথা সেখানে শব্দ দূষণের পরিমাণ ১১০ থেকে ২০০ ডেসিবেল পর্যন্ত পাওয়া গেছে।
হাসপাতাল এলাকাকে নীরব এলাকা হিসেবে ধরা হলেও নগরীর সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের আশেপাশের সড়কগুলোতে ব্যাপকভাবে শব্দ দূষণ হচ্ছে। এর ফলে ভর্তিকৃত রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে। গাড়ি চালকদের একটা বিশ্বাস ক্রমাগত বাড়ছে যে, যানজট যত বেশি হর্ণ তত জোরে বাজালে সামনে থেমে থাকা গাড়ি চলতে থাকবে।
আগে সাইরেন থাকতো শুধু অ্যাম্বুলেন্সে এবং অতি প্রয়োজনীয় ও জরুরী কাজে নিয়োজিত বিশেষ কিছু সরকারি গাড়িতে। এখন, কালো কালো রঙের দানবগোছের কালো রঙে আবৃত জানালা ও উইন্ডস্ক্রিনের সরকারি গোছের প্রতিটি গাড়িতেই বোধহয় সাইরেন অথবা সাইরেন জাতীয় হর্ণ লাগানো থাকে। চান্স পেলেই রাস্তায় হর্ণ বাজায়। এতে সড়ক ও রাস্তায় ব্যাপক হারে শব্দ দূষণ হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আবদুস সাত্তার বলেন, অতিমাত্রায় শব্দ দূষণের ফলে গর্ভবতী মহিলাদের সন্তানদের জন্মগত ত্রæটি, উচ্চ রক্তচাপ, বুক ধরফড়, অনিদ্রা, কানে ঝি ঝি, মাথা ব্যথাসহ হৃদরোগের ঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন একই অবস্থায় থাকতে থাকতে মানসিক রোগেরও জন্ম হতে পারে।
ট্রাফিক বিভাগ, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া এ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি থেকে উত্তরণ সম্ভব নয় বলে বিশেষজ্ঞদের অভিমত।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ