Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানের দু’টি ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৩২ এএম

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন গতকালের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার বিমানের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। এগুলো হলো ঢাকা-যশোরের বিজি ৪৬৭ এবং যশোর-ঢাকা বিজি ৪৬৮। এ ছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-কলকাতার বিজি-০৯৫ নম্বরের আজকের ফ্লাইটটি আজশনিবার সকালে ছাড়বে।
বিজি ৪৬৭ নম্বর ফ্লাইটটি গতকাল সন্ধ্যা সোয়া ছয়টায় ঢাকা থেকে যশোরের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল এবং বিজি-৪৬৮ নম্বর ফ্লাইটটি যশোর থেকে ছাড়ার সময় নির্ধারণ করা ছিল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, এই ফ্লাইট বাতিলের সাথে সাথে শুক্রবার ঢাকা-কলকাতা বিজি ০৯৫ ফ্লাইট শনিবার সকাল ৮:৩০ টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ