Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ভিকারুননিসার সভাপতি-ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিভাবকদের একাংশের সংবাদ সম্মেলনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ২:০১ এএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অভিভাবকদের একাংশ।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব অভিযোগ তুলে ধরেন অভিভাবকরা। অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এ কে এম খোরশেদ আলম খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদারসহ অন্য সদস্যরা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম মিলে ছাত্রী ভর্তি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শাখা প্রধান নিয়োগ দিয়ে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কয়েকদফা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষর মেয়াদের শেষদিকে কলেজটির অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 
এ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যোগ্যতাসম্পন্ন শিক্ষককে নিয়োগ দেওয়ার জন্য অভিভাবকরা দাবি করলেও নিয়োগ কমিটি তাদের পছন্দের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফাকে অর্থের বিনিময়ে অধ্যক্ষ নিয়োগের পাঁয়তারা করেন। গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ অনিয়মের চিত্র তুলে ধরে গত ২৩ এপ্রিল লিগ্যাল নোটিশ দিয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবি জানান।
এক প্রশ্নের জবাবে এ অভিভাবক বলেন, ৩০ নম্বরের মধ্যে অন্তত ১০ পাওয়া ব্যক্তিকে নিয়োগ করা হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু যিনি মাত্র তিন নম্বর পেয়েছেন তাকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। অভিভাবক সমাজ এটি কখনো মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে অভিভাবকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম রানা, মাজহারুল ইসলাম তুহিন, আবদুল মজিদ সুজন, আনিসুর রহমান আনিছ, জাহাঙ্গীর আলম চৌধুরী ও রবিউল হাসান ইমন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ