Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পালিত হলো মে দিবস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১২:১০ এএম

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে মহান মে দিবস । শ্রমিক সংগঠন গুলো তাদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিনটি পালন করে। তবে ময়মনসিংহে মহানগর শ্রমিক দলের র‌্যালি করতে দেয়নি পুলিশ।আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন :
বরিশাল ব্যুরো জানায়, বরিশালসহ দক্ষিণাঞ্চলের সর্বত্র বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালী, আলোচনা সভা ও শ্রমিকÑজনসভার আয়োজন করেছে। বরিশালে জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল ছাড়াও বাম দলগুলোর শ্রমিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মে দিবস পালন করেছে।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহে মহান মে দিবস উপলক্ষ্যে মহানগর শ্রমিক দলের র‌্যালী করতে দেয়নি পুলিশ। পরে পুলিশি বাধাঁয় নগরীর নতুন বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় চত্বরে সমাবেশ করে শ্রমিক দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর শ্রমিক দলের সভাপতি মো: শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা জানায়: কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যালী ও আলোচনা সভা করেছে চিওড়া সিএনজি অটোরিকশা শ্রমজীবি সমবায় সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানায়: বগুড়ার গাবতলী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কাগইল বন্দরে প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন।
স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ জানায় : গোপালগঞ্জে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে জেলা মোটর শ্রমিক ও জেলা প্রশাসনের উদ্যোগে শহরে পৃথক দুটি র‌্যালী বের করা হয়। র‌্যালী দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানায় : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানায় : ঝালকাঠিতে মহান মে দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এদিকে মহান মে দিবস পালন করেছে ইসলামী শ্রমিক আন্দোলন ঝালকাঠি সদর উপজেলা শাখা। এ উপলক্ষে সকালে ফকির বাড়ি এছহাকিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মেহেরপুর জেলা সংবাদদাতা জানায় : মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন এর নেতৃত্বে শ্রমিকদল মেহেরপুর জেলা আজ সকাল ১০টায় মে দিবস স্মরণে গণমিছিল করেছে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দল সভাপতি আহসান হাবীব সোনাসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
নীলফামারী সংবাদদাতা জানায় : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে মহান মে দিবস পালিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ, শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদ, শ্রমিক দল, নীলসাগর গ্রæপ, ডাইলপট্টি রূপালী এন্টারপ্রাইজ সহ বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে র‌্যালী বের করে।
পাবনা থেকে স্টাফ রিপোর্টার জানায় : পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শ্রমজীবী মানুষ এ দিন স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। র‌্যালী, মে-ডে’র তাৎপর্য তুলে ধরে আলোচান সভার আয়োজন করা হয়। মটর শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন, জেলা শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠন মে-দিবস পালন করেছেন।
ফুলপুর(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা জানায় : উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথ ভাবে র‌্যালী ও আলোচনা সভা করেছে। সকালে ১১ টায় মহান মে দিবসের র‌্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ গ্রহণ করেন।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানায়: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক শাখা অফিসের আয়োজনে র‌্যালীটি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয় ৭১ স্মৃতি চত্ত¡র প্রদক্ষিণ করে।
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা জানায় : মহান মে দিবস উপলক্ষে শ্রমিকলীগ নেতাকর্মীরা র‌্যালী বের করেছেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানায় : মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ