Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্র্যান্ড ফোরাম সেমিনারের অষ্টম আসর অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

‘ডিজিটাল যুগে মানবসত্তার সংযোগ স্থাপন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনারের অষ্টম আসর। বেক্সিমকোর পরিবেশনায় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সেমিনারের সহযোগিতায় ছিল ঢাকা ব্যাংক লিমিটেড। প্রায় ৩৫০ জন কর্পোরেট পেশাজীবী এবং ব্যবসায়ী নেতার অংশগ্রহণে গত শনিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এ দিন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) প্রতিষ্ঠাবার্ষিকীর এক যুগও উদযাপন করা হয়। সেমিনারের উদ্বোধনী বক্তব্যে ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কল্পনা করতে সক্ষম নই যে আমাদের ভবিষ্যৎ কতটা বৈচিত্র্যময় হবে। প্রশ্ন হচ্ছে, আমরা কীভাবে সেই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছি? এছাড়া যুগপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালিব প্রিমা এবং প্রধান উপদেষ্টা প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এ সেমিনারটি দেশীয় ব্যবসায়িক ও কর্পোরেট পেশাজীবীদের জন্য একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ