Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কেউ আইনের উর্ধ্বে নয়: গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ৩:৫৩ পিএম

কেউ আইনের উর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম। তিনি বলেন, আইনের চোখে ধনী-গরীব সবাই সমান। আইন সরকারি দল ও বিরোধী দল দেখে না। অসহায় মানুষের জন্য বর্তমান সরকার লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহয়তা প্রদান করছে। এসব কিছু সম্ভব হয়েছে জাতির জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার অবদানে।

আজ রোববার পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের বিচার বঞ্চিত মানুষের বেদনায় যাদের হৃদয়ের রক্তক্ষরণ হয় তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনা। অপরাধী যিনি হবেন তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি কোন পরিচয় থাকতে পারে না। তার পরিচয় হওয়া উচিত তিনি অপরাধী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপূর্তমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ