পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চীনে তিন দিনের বেল্ট অ্যান্ড রোড ফোরামে ভারত যোগ দিচ্ছে না। এ ফোরামকে চীন রাজনৈতিক পেশি শক্তির প্রদর্শনী এবং আন্তর্জাতিক বাণিজ্য বিনিময়ের সমাবেশ কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করছে বলে ভারত মনে করে।
গতকাল বৃহস্পতিবার থেকে চীনে ফোরাম শুরু হয়েছে। বিশ^ব্যাপী অবকাঠামো প্রকল্প তৈরির লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (বিআরআই) পাশাপাশি এ আয়োজন করা হয়েছে। এ ফোরাম ১৫০টি দেশের নেতা ও কর্মকর্তাদের টানবে। ভারতই একমাত্র গুরুত্বপূর্ণ দেশ যে এতে যোগ দিচ্ছে না।
বিআরআই’র একটি অংশ পাকিস্তান অধিকৃত কাশ্মিরের ভেতর দিয়ে গেছে। তাই বিআরআই ভারতের সার্বভৌমত্বের বিরোধী বলে ভারত তার অর্থনৈতিক সুযোগ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় যে ভারত বিআরআই’র অন্যান্য দিকের ব্যাপারেও বিরোধিতা করে বলেছে যে এটা অস্বচ্ছ। যেহেতু উন্নয়নশীল দেশগুলো ব্যাপক উন্নয়ন প্রকল্পের জন্য বিপুল পরিমাণে ঋণ করছে যে কারণে তাদের ঋণ ফাঁদে পড়ার আশঙ্কা রয়েছে।
মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার ও সিয়েরা লিওনের মত কয়েকটি দেশ চীনা কোম্পানিগুলোর সাথে চুক্তি বাতিল বা পুনরালোচনা শুরু করার প্রেক্ষিতে ভারতের সন্দেহের সত্যতা প্রমাণিত হতে চলেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।