Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাঙ্গুনিয়ায় জিপের চাপায় ঘুমন্ত ৪ শ্রমিক নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

 রাঙ্গামাটি থেকে কাঠ বোঝাই জিপ (চাঁদের গাড়ি) চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। গতকাল ভোর চারটার দিকে রাঙ্গুনিয়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালক। এসময় রাস্তার পাশে একটি ঘরে ঢুকে জিপটি উল্টে যায়। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা চার শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকরা হলো মোহাম্মদ জাফর, মোঃ আব্দুল মোনাফ, মোঃ নাজিম উদ্দিন, মো. রিয়াজ । গুরুতর আহত হয়েছে মোঃ বেসু মিয়া, মোঃ নাজিম। হতাহতদের বাড়ি নোয়াখালি জেলার হাতিয়ায় বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভোর রাত ৩টায় জনৈক হাসান কোম্পানির মালিকানাধীন ইটভাটায় ঘুমন্ত শ্রমিকদের ঘরে জ্বালানি কাঠবাহি চাঁদের গাড়ি (জিপ) উল্টে যায়। এতে ৪ জন শ্রমিক ঘটনাস্থলে মারা যান এবং গুরুতর ২ জন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূইয়া বলেন, রাঙ্গামাটি থেকে কাঠবোঝাই জিপ চট্টগ্রামের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা চার শ্রমিক জিপের চাপায় সঙ্গে সঙ্গেই মারা যান। খবর পেয়ে পুলিশ মোট চারজনের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, এদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে আর আশপাশে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। পুলিশ জিপটি জব্দ করেছে, তবে চালকের ব্যাপারে কিছু জানাতে পারেননি ওসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ