Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাশে আছি, থাকব

লঙ্কান দূতাবাসে পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

শোকাহত শ্রীলঙ্কানদের পাশে বাংলাদেশ রয়েছে এবং আগামী দিনেও থাকবে-এমন অঙ্গীকারই পূণর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

গতকাল বুধবার ঢাকাস্থ শ্রীলঙ্কার দূতাবাস পরিদর্শন এবং সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষরকালে তিনি বাংলাদেশের পক্ষে দেশটির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মন্ত্রী ড. মোমেন যে কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়টি উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার সন্ত্রাস দমনে শ্রীলংকাসহ বিশ্ব স¤প্রদায়ের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করবে। এ বিষয়ে সক্রিয় ভুমিকা পালন করবে। পররাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনকালে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কান রাষ্ট্রদূতসহ দূতাবাসের সিনিয়র কূটনীতিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ