পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পতন অব্যাহত রয়েছে দেশের দুই শেয়ারবাজারে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল বুধবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি সূচকের পতন হয়েছে। শেয়ার বাজারে দরপতনের প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মতিঝিলে ব্যানার টানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪০ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৮ পয়েন্টে নেমে গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৮৪ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ২২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ৬২ লাখ টাকার। গতকাল ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৩টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
ডিএসইতে টাকার পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৩৮ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ন্যাশনাল টিউব এবং ১৫ কোটি ৫৭ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক।
এ ছাড়াও লেনদেনের শীর্ষে ১০ কোম্পানির মধ্যে রয়েছে ফরচুন সুজের, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ব্র্যাক ব্যাংক, ফাইন ফুড, গ্রামীণফোন, বিবিএস কেবলস এবং ডরিন পাওয়ার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৯ হাজার ৭০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
এদিকে ঢাকার মাতিঝিলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সমাবেশ করেছে। তারা শেয়ার বাজার নিয়ন্ত্রণের অধিযোগ তুলে বলেছেন, শেয়ার বাজারে এভাবে অব্যাহত ধ্বস বন্ধ না হলে বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।