Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া সদর থানায় নাজেহাল শ্লীলতাহানির শিকার তরুণী

মহসিন রাজু বগুড়া থেকে | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

সদ্য বিবাহিতা এক তরুণী গত বৃহস্পতিবার দুপুরে একটি সিএনজি রিজার্ভ করে বাবার বাড়ি থেকে স্বামী আলামিনের বাড়ি দরগাহাটের উদ্দেশ্যে একাই রওনা হন। তরুণীকে একা পেয়ে সিএনজি চালক নাজমুল খাতির জমিয়ে বলে আপনার স্বামীর বাড়ি যাওয়ার পথেই আমার ভাবির বাড়ি অনুমতি দিলে তার সাথে একটু দেখা করে যাই। দিনের বেলা হওয়ায় না করেনি তরুণী।
এরপর নানা ছুতোয় সিএনজি চালক সন্ধ্যায় সদরের শিকারপুর গ্রামের একটি বাড়িতে তোলে তরুণীকে। এরপর নাজমুলের কথিত ভাবির সহযোগিতায় ওই বাড়িতে জোর করে আটকে রেখে শ্লীলতাহানী করে। কথিত ভাবি শ্লীলতাহানীর শিকার তরুণীর স্বামীকে ফোন করে বলে আপনার স্ত্রী আমার বাড়িতে আছে তাকে নিয়ে যান। খবর পেয়ে তার স্বামী ও আত্মীয়স্বজন ওই ভাবির বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে গেলে তরুণী সবকিছু স্বামীকে খুলে বলে। এরপর আলামিন ও তার আত্মীয়স্বজন সিএনজি চালক নাজমুলের বিরুদ্ধে অভিযোগ দিলে পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সেক্রেটারি এরশাদ গত মঙ্গলবার নাজমুলকে খুঁজে বের করে পুলিশে দেয়। এর আগে ওই দিন সকালে তরুণীর স্বামী আলামিন বগুড়া সদর থানায় মামলা করতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানাভাবে নাজেহাল হন বগুড়া সদরের ওসি এসএম বদিউজ্জামানের হাতে। ঘটনাটি জেনে কয়েকজন সাংবাদিক ওসিকে ফোন করে মামলা নেয়া হবে কিনা, বা মামলা নেয়া হচ্ছে না কেন জানতে চাইলে প্রশ্নকর্তা সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করেন ওসি বদিউজ্জামান। এসব ব্যাপারে প্রশ্ন করে বিরক্ত করায় একজন সাংবাদিককে ক্ষমাও চাইতে বলেন ওসি ।
এদিকে বিচার প্রার্থী তরুণীর স্বামী আলামিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ভাই ওসি সাহেবের সাথে তো কথাই বলতে পারছিনা, কিছু বলতে গেলেই তিনি রেগে যাচ্ছেন, ধমক দিচ্ছেন। এক পর্যায়ে কেঁদে কেঁদে বলেন, ভাই ওসিতো আমার বউকে উল্টা পাল্টা প্রশ্ন করছেন, বলছেন আমার বউ নাকি খারাপ!
পরে অবশ্য ঘটনাটি পুলিশ সুপারকে অবহিত করার পর মামলাটি রেকর্ড করে খোরশেদ নামের এক এসআইকে তদন্তভার দেয়া হয়। আর মামলাটি রাতে রেকর্ড করার সিদ্ধান্ত হলেও রেকর্ডের সময় দেখানো হয়েছে দুপুর বেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ