Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহম্মদপুরে ইভটিজিং ৩ যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

মাগুরার মহম্মাদপুরের রাজাপুর রাজপাঠ আর এস এ দাখিল মাদরাসার ৪ ছাত্রীকে মটর সাইকেল আরোহী তিন যুবক ইভটিজিং করলে তাদেরকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, স্বাধীন মোল্লা (২২), রহিম মিয়া (২৩) ও জনি শেখ (২২)। স্বাধীন ও রহিম মিয়া পানিঘাটা এলাকার নিটুল মোল্লা ও রহমান মিয়ার এবং জনি শেখ নড়াইল জেলার কালীগঞ্জ এলাকার আনিস শেখের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় মহম্মাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিকুর রহমান এ দন্ডাদেশ দেন। মহম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবাউল হোসেন জানান, মাদরাসা ছুটিশেষে ৪ মাদরাসা ছাত্রী বাড়ি ফেরার পথে রাজপাঠ মধ্যপাড়া ঈদগাহ এলাকায় পৌছলে দন্ডপ্রাপ্ত তিন যুবক মটর সাইকেল থেকে ছাত্রীদের ওড়না টেনে ধরলে দুই ছাত্রীর সাথে উক্ত তিন যুবক পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ