পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিদ্ধিরগঞ্জের শিমরাইলের যুবলীগ নেতা নজরুল ইসলাম ওরফে ছোট নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। মডার্ণ গ্রুপের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় জেলা গোয়েন্দা পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করেছে। নজরুল শিমরাইল এলাকার মৃত ধনু মেম্বারের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি।
জানা যায়, মডার্ণ গ্রুপের ল্যান্ড এক্সিকিউটিভ কর্মকর্তা আজমত আলী সোমবার রাতে বাদী হয়ে নজরুল ইসলাম, তার ছোট ভাই জহিরুল ইসলাম ও তাদের সহযোগী জামাই খালেককে আসামী করে এক কোটি টাকা চাঁদা দাবির মামলা দায়ের করেন। তাজ জুট মিল এলাকায় ওই কোম্পানীর জমিতে কাজ করতে গেলে নজরুল, জহিরুল ও জামাই খালেক এক কোটি টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর গিয়াস উদ্দিন বলেন, মডার্ণ গ্রুপের দায়ের করা একটি চাঁদাবাজি মামলার সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন পারভেজ জানান, সোমবার নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে মডার্ণ গ্রুপ। মামলাটি তদন্ত করবেন জেলা গোয়েন্দা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।