পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শ্রীলংকার কলম্বোসহ কয়েকটি গির্জায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় ২৯০ জন নিহত ও মসজিদে হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। এক বিবৃতিতে তিনি বলেন, খ্রিস্টান ভাই-বোনদের উপর নৃশংস ও ন্যাক্কারজনক এ হামলায় আমরাও ব্যাথিত ও মর্মাহত।
কোনো সুস্থ শান্তিকামী মানুষ এ কাজ করতে পারে না। যারা এ হামলা চালিয়েছে তারা মানবতার দুশমন। মানবতার প্রতি তাদের বিন্দু মাত্র শ্রদ্ধা নেই। মানবতার দুশমনদের প্রতিহত করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। গির্জাগুলোতে হামলার পর এই সন্ত্রাসীরা পরবর্তীতে মসজিদেও আক্রমন চালিয়েছে। সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। মুসলিম-অমুসলিমদের মধ্যে দাঙ্গা বাধানোর জন্যই তারা পরিকল্পিত হামলা চালিয়েছে।
তিনি বর্বোরোচিত হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করতে বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।