Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। লিভার ক্যান্সারে আক্রান্ত আমিনুল হককে চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেও নেওয়া হয়েছিল। সেখান থেকে ফিরিয়ে এনে গত ১৪ মার্চ তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুকালে সাবেক মন্ত্রী আমিনুল হকের বয়স হয়েছিল ৭৬ বছর। তার দুই ছেলে-মেয়েই থাকেন যুক্তরাষ্ট্রে। তারা ফিরলে রাজশাহীতে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার এমপি নির্বাচিত হন। ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকারের মন্ত্রিসভাতেও ছিলেন তিনি। দলের প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মৃত্যুর পর রোববার বিকেলে আমিনুল হকের লাশ নেওয়া হয় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে জানাজার আগে মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা দলীয় পতাকায় ঢাকা মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, এ জেড এম জাহিদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, শাহজাদা মিয়া, রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার, হারুনুর রশীদ, আসাদুল হাবিব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবুল কালাম আজাদ সিদ্দিকী, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আবদুল আউয়াল খান, সেলিম রেজা হাবিব, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মজিবুর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান। এর আগে দুপুরের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমিনুল হকের দুটি জানাজা হয়।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ