Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় এবার পুড়িয়ে হত্যা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষীপুরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া তরুণী শাহেনুর আক্তার (২৫) মারা গেছেন। গতকাল সকালে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হলেও অভিযুক্ত স্বামী সালাহউদ্দিন এখনো পলাতক।
অভিযোগ রয়েছে, স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় শাহীনূরের স্বামী সালাউদ্দিন তার শরীরে আগুন ধরিয়ে দেন। ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শাহীনূরের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শাহীনূরের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী গ্রামে।
মৃত্যুর আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, মোবাইল ফোনে কথা বলার মধ্য দিয়ে সালাউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে প্রায় দেড় বছর আগে কাজী অফিসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী এক বছর শ্বশুরালয়ে আসা-যাওয়া করেন। তবে শাহীনূরকে তার বাড়ি নেয়ার আগ্রহ দেখাননি। দেননি স্ত্রীর স্বীকৃতি। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় সালাউদ্দিন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
সালাউদ্দিনের প্রতিবেশীরা জানান, সালাউদ্দিন বিবাহিত। পেশায় রিকশা চালক। তার বাবার নাম মোহর আলী। লক্ষীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকায় তিনি স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করেন।
আমাদের লক্ষীপুর জেলা সংবাদদাতা জানান, ওই তরুনী চট্রগ্রাম থেকে লক্ষীপুর আসেন। এ সময় সালাহ উদ্দীন স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকার জানান। পরে স্থানীয় লোকজন তাকে বিয়ের কাগজপত্র নিয়ে আসতে বলে। কিন্তু গত রোববার বিকালে কমলনগর উপজেলার চরফলকনের আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে দগ্ধ অবস্থায় তরুনীকে উদ্ধার করে স্থানীয়রা। পরে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহেনুর আক্তার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার রাতেই চরফলকন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ উদ্দিন ও একই ওয়ার্ডের গ্রাম পুলিশ আবু তাহেরসহ ৪ জনকে আটক করে পুলিশ।
খবর পেয়ে রোববার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন সদর হাসপাতালে ওই তরুণীকে দেখতে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, তরুনী নিজে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে না অন্য কেউ লাগিয়ে দিয়েছে কিনা, সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দায়িত্ব অবহেলার অভিযোগে ইউপি সদস্য হাফিজ উদ্দিন ও গ্রাম পুলিশসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জড়িত কেউ ছাড় পাবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৬ই এপ্রিল ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি প্রিন্সিপালের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করায় তাকে পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনার ১৫ দিনের মাথায় স্ত্রী স্বীকৃতি চাওয়ায় লক্ষীপুরের কমলনগরে নৃশংস এই ঘটনা ঘটলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ