পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নুসরাত জাহান রাফির মতো শিশুদের নিরাপত্তা দিতে রাজনীতিবিদরা ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা কেন এই হিংসা, প্রতিহিংসা, ক্ষোভ, হত্যাযজ্ঞের মধ্যে নেমে পড়েছি? কেন রাফিকে এভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? আমি জানি না। এই উত্তর আমাদের রাজনীতিবিদদের দেওয়ার কথা। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়েছি তাদের নিরাপত্তা দিতে। গতকাল (বুধবার) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দশম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া শিশু একাডেমি।
শিশুদের সুন্দর বাংলাদেশ দিতে রাজনীতিবিদর ব্যর্থ হয়েছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এতোকিছুর পরও আমি স্বপ্ন দেখি। এই বাংলাদেশ একটা সুন্দর ও সমৃদ্ধির দেশ হবে। স্বপ্ন দেখি শিশুরা নির্ভয়ে বিচরণ করবে। কোথাও তাদের ওপরে কখনও আঘাত আসবে না। মেয়েদের পুড়িয়ে মারা হবে না। প্রতিনিয়ত শিশুদের ওপর পৈশাচিক নির্যাতন চলছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আজ শিশুরা কু-শিক্ষা ও অপ-সংস্কৃতিরে রোষানলে আবদ্ধ। প্রতি মূহুর্তে আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। যন্ত্রের কাছে চলে যাচ্ছি। প্রযুক্তির কাছে হেরে যাচ্ছি।
উপস্থিত শিশুদের মাঝে ‘আকাশ ছোঁয়ার স্বপ্ন’ দেখতে পান মন্তব্য করে তিনি বলেন, আমাদের এই ছোট ছোট বাচ্চারা, ওই যে দেখুন, ওই কোনে একদম ছোট্ট, খুব সুন্দর সেজে এসেছে। নাচবে সম্ভবত। ওরা নিজেদের মধ্যে কথা বলছে- কী করে তার মুদ্রাটা ঠিক করবে। এখানে যাতে তার পারফরমেন্স ভালো হয়। এই বিষয়গুলো আমাকে খুব আলোড়িত করে। ওই শিশুটির মধ্যে যে স্বপ্ন- একজন ভালো শিল্পী হওয়ার স্বপ্ন, সেই আকাশ ছোঁয়ার স্বপ্ন, সেই স্বপ্নই তো তাকে তাড়িত করবে একটা ভালো সুন্দর পৃথিবী তৈরি করতে। এর দিকে আমাদের সকলের যাওয়া উচিত।
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর মেয়ে এখনও তার বাবার ফেরার অপেক্ষা করে আছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীল বলেন, আমাদের একজন সহকর্মী, যিনি জনগণের প্রতিনিধি ছিলেন; যিনি নির্বাচিত হয়েছেন বার বার; ইলিয়াস আলী এমপি ছিলেন, আজকের এই দিনে সাত বছর আগে তিনি গুম হয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। ইলিয়াস যখন নিখোঁজ হন, তার তিন সন্তানের মধ্যে সবার ছোট সাইয়ারা নাওয়ালের বয়স সে সময় ছয় বছর ছিল। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারি না। আমি তার বাসায় গিয়েছি। দেখেছি সেই মেয়েটি দরজার দিকে তাকিয়ে আছে- তার বাবা হয়ত এখনই আসবে। আজকে মেয়েটির বয়স বেড়েছে। ছয়-সাত থেকে তের হয়েছে। এখনো সে দরজার দিতে তাকিয়ে থাকে- এই বুঝি তার বাবা ফিরল। কিন্তু ফেরে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের সময়ে এমন একটি পরিবারও ছিল না যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এমন একটা পরিবার ছিল না যাদের পরোক্ষ বা প্রত্যক্ষ অবদানে আমাদের লক্ষ্য সমৃদ্ধ না হয়েছে। নতুন করে আবার ভাবতে হবে, আজকে যে বাংলাদেশ- এটা আমি চাইনি। এই বাংলাদেশে এখন যে ঘটনা ঘটছে- এই ঘটনা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। জীবনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্যে ৮৫ জন ক্ষুদে শিল্পীকে পুরস্কার দেওয়া হয়।
জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে শাহরিয়ার সোহাগ ও সামিনা আখতারের পরিচালনায় অন্যদের মধ্যে শিল্পী শফি মন্ডল, পরিচালক ছটকু আহমেদ, সংগীত শিল্পী জিনাত রেহানা, অভিনেত্রী রিনা খান ও শিশু প্রতিযোগী পিয়ানু মিত্র বক্তব্য দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।