পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণ চেষ্টায়’ ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামির রিমান্ড শুনানি হতে পারে আজ বুধবার। ভ‚জপুর থানার ওসি শেখ মো. আবদুল্লাহ দৈনিক ইনকিলাবকে জানান, দুই আসামি সানি ও জয়কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আজ এ বিষয়ে শুনানি হতে পারে।
এ ঘটনায় নিহত মামনি দের পরিবারের পক্ষ থেকে ওই দুজনকে আসামি করে মামলা করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। তাদের কাছ থেকে রক্তমাখা ছোরাসহ বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও তাদের হামলায় আহত মামনি দের শ্বাশুড়ি দুই আসামিকে শনাক্ত করেছেন। খুব শিগগির মামলার অভিযোগপত্র দেয়া যাবে বলে জানান তিনি। মামলাটি তদন্ত করছেন থানার পরিদর্শক (তদন্ত) এসএম দিদারুল করিম।
শনিবার গভীর রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। ওই দুই বখাটে বাড়ির দেয়াল টপকে ছাদে উঠে ঘরে প্রবেশ করে। ধর্ষণ চেষ্টায় বাধা দিলে তারা প্রবাসীর স্ত্রী মামনি দেকে কুপিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হামলায় আহত হন তার শ্বশুর মিলন দে। স্থানীয়রা জানায়, গ্রেফতার দুই আসামি তাদের প্রতিবেশী। এলাকায় ইয়াবাসেবী ও বখাটে হিসেবে তারা পরিচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।