Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ঢাবি শিক্ষকদের আন্দোলনের হুমকি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে রাস্তায় দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল সোমবার নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র-শিক্ষক’ ব্যানারে আয়োজিত ‘মানববন্ধন ও বিক্ষোভ সভা’ থেকে এ ঘোষণা দেন অর্থনীতি বিভাগের প্রফেসর এম এম আকাশ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌস এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. সামিনা লুৎফা, প্রফেসর লুৎফুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
প্রফেসর এম এম আকাশ বলেন, নুসরাতের হত্যাকান্ডের ঘটনায় প্রমাণ হয় আমাদের সমাজ অসুস্থ হয়ে গিয়েছে। এত অসুস্থ যে যিনি প্রিন্সিপাল যিনি শিক্ষক তিনি ছাত্রীর শ্লীলতাহানি করেন। এটা কোন সভ্য সমাজের লক্ষণ নয়। আমাদের সমাজে কোনো একটা জায়গায় রোগ হয়ে গিয়েছে। সমাজ অসুস্থ হয়ে গিয়েছে। নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, প্রশাসন যদি এই অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে আমরা আবার রাস্তায় দাড়াবো। আমরা বিবেকের কাছে দায়বদ্ধ। নুসরাত মৃত্যুর আগ পর্যন্ত বিচার চেয়েছে। আমাদের দায়িত্ব নুসরাতের এই দাবিকে সম্মান জানানো।
সভাপতির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাবেরী গায়েন বলেন, তনু হত্যার পর সারা দেশ যেভাবে বিচারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। মনে হয়েছিল কিছু একটা হবে। কিন্তু হয়নি। মিতু হত্যা হয়েছে তার কোনো বিচার হয়নি। সাগর-রুনি হত্যাকান্ডের বিচার হয়নি। বিচারহীনতার সংষ্কৃতি থেকে আমরা বের হতে চাই। যৌন নিপীড়ন সেল গঠন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে অবস্থিত সকল শিক্ষা-প্রতিষ্ঠানে সিলেবাসের উপর সরকারের ব্যাবস্থাপনা থাকতে হবে। যৌন নিপীড়ন শুধু মাদরাসায় নয় স্কুল-কলেজেও হচ্ছে। আমার দাবি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সেল গঠন করতে হবে এবং এজন্য আইন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ